তানভীর আলম ঢালী কসবা টিভি টোয়েন্টিফোর নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে কথা বলেন।
দ্বিতীয় অধিবেশন কসবা সরকারি টেকনিক্যাল স্কুল কলেজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ আব্দুল মজিদ।
আলোচনায় বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ আলম চৌধুরী, মোঃ আবুল ফজল ও ইমরান হোসেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রাকিব হাসান।