
কসবা টিভি ২৪ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিউটি পার্লার থেকে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট ও একটি বিদেশি পিস্তলসহ চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার।
রোববার বিকেল পাঁচটার দিকে নবীনগর সদরের আদালত পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘বউ সাজ বিউটি পার্লার’-এ একটি ফেলে যাওয়া ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, তিন রাউন্ড গুলি এবং একটি বিদেশি পিস্তল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। এসময় পার্লারে কর্মরত তিন নারী কর্মী—সাথী, তাছলিমা ও খাদিজাকে আটক করা হয়।
এরপর রাত ১২টার দিকে ঘটনার মূল সন্দেহভাজন লাকী আক্তারকে বাজারের লঞ্চঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। লাকী নবীনগরের ইব্রাহিমপুর গ্রামের সুলতান খন্দকারের মেয়ে।
আটক সাথী বেগম জানান, বিকেল চারটার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পরিহিত এক তরুণী ব্যাগ হাতে পার্লারে প্রবেশ করেন। পরে একটি ফোনকল পেয়ে তিনি ব্যাগটি রেখে বাইরে বের হন এবং আর ফিরে আসেননি।
এদিকে তিন নারী কর্মীর মুক্তির দাবিতে সোমবার সকালে উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন করেছে ‘সচেতন এলাকাবাসি ও ছাত্র সমাজ’।
এ বিষয়ে নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। গ্রেপ্তার চার নারীকে ২২সেপ্টেম্বর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, আটক পার্লার কর্মীরা লাকীকে শনাক্ত করলেও, লাকী পুলিশের কাছে অভিযোগ অস্বীকার করেছে।
নবীনগরে জাল নোট ও অস্ত্র উদ্ধারের এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের তদন্তে প্রকৃত রহস্য উদঘাটনের অপেক্ষায় স্থানীয়রা।