ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃশ্য—কুমিল্লা ঈশ্বরপাঠশালা মন্দিরে একই ফ্রেমে বিএনপি ও ছাত্রদল নেতারা
বিশেষ প্রতিনিধি কসবা টিভি টোয়েন্টিফোর নিউজ ডেস্ক:
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির অন্যতম দৃষ্টান্ত স্থাপন করল কুমিল্লার ঈশ্বরপাঠশালা মন্দির। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেখানে একই ফ্রেমে ধরা দিলেন কুমিল্লার জাতীয়তাবাদী পরিবার থেকে আসা চার প্রজন্মের নেতৃবৃন্দ।্যছবিতে আছেন
ইউসুফ মোল্লা টিপু, সাধারণ সম্পাদক, কুমিল্লা মহানগর বিএনপি।মোঃ আকতার হোসেন, পরীক্ষিত ও বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, কুমিল্লা মহানগর ছাত্রদল।ফাহিম ইশতিয়াক করিম, সভাপতি, কুমিল্লা সিসিএন বিশ্ববিদ্যালয় ছাত্রদল।ফাহিম মাহবুব, সদস্য সচিব, মহানগর ১ নং ওয়ার্ড ছাত্রদল।
রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে একসাথে দাঁড়ানো এই নেতাদের উপস্থিতি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসীর মতে, এ দৃশ্য প্রমাণ করে রাজনীতি ভিন্ন মতের হলেও সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধই পারে সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে।
পূজা মণ্ডপে আগত সাধারণ মানুষও এসময় উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, ধর্মীয় উৎসবে নেতাদের এই একাত্মতা সমাজে সম্প্রীতির বার্তা বহন করে।
ধর্ম-বর্ণ নির্বিশেষে মিলনমেলার এমন ছবি শুধু কুমিল্লায় নয়, পুরো বাংলাদেশে সামাজিক সম্প্রীতির প্রতীক হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।
ফারজানা রশীদ ঢালী নিউজ ডেস্ক।
সম্পাদক ও প্রকাশক : খ. ম. হারুনুর রশিদ ঢালী, মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟑𝟓𝟑𝟐𝟏𝟓,
অফিস : ইকুপ্লাজা (তৃতীয় তলা) পুরাতন বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত