প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:২৬ এ.এম
কসবা থানা পুলিশের তৎপরতায় মাদক প্রতিরোধে অগ্রগতি, সহযোগিতা চাই সকলের- মো: আব্দুল কাদের অফিসার ইনচার্জ

কসবা টিভি২৪ নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল কাদের তার সহকর্মীদের সঙ্গে নিয়ে মাদক প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযানে উল্লেখযোগ্য সাফল্যও মিলছে।
ওসি জানায়, মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের আটক করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে মাদকদ্রব্য এবং পাচারকারীরা পুলিশের জালে ধরা পড়ছে।
মো: আব্দুল কাদের ওসি কসবা থানা বলেন, “মাদক প্রতিরোধে পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের প্রতিটি শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সহযোগিতা পেলে কেবল টেকনাফ নয়, সারা দেশ থেকেই মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”
স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে মাদকবিরোধী অভিযানে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন।
কসবা থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল কাদের আশা করছে, সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই সমাজ থেকে মাদককে চিরতরে বিদায় করা সম্ভব হবে। আমরা জেলা পুলিশ সুপার ও এএসপি সার্কেলের সঠিক দিক নি্দেশনায় প্রতিনিয়ত মাদক প্রতিরোধে কাজ করছি।
সম্পাদক ও প্রকাশক : খ. ম. হারুনুর রশিদ ঢালী, মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟑𝟓𝟑𝟐𝟏𝟓,
অফিস : ইকুপ্লাজা (তৃতীয় তলা) পুরাতন বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত