ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এহতেশামুল হক মহোদয়ের নির্দেশনা, সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুর রহমান (কসবা সার্কেল) এর তত্ত্বাবধান এবং কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক দিকনির্দেশনায় রবিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ কসবা পৌরসভার আড়াইবাড়ী মাদ্রাসার পূর্ব পাশে কসবা-সৈয়দাবাদ সড়কে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় খারপাড়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে শফিকুল ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর ৭টা ৩৫ মিনিটে এসআই মনির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ কসবা পৌরসভার তালতলা চৌরস্তা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় গুরুহিত গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ ফুরকান মিয়া কে গ্রেফতার করা হয়। একই মামলার আরও এক আসামী হিরন মিয়া পলাতক রয়েছে।
এবিষয়ে ওসি মোহাম্মদ আব্দুল কাদের জানান, “মাদক নির্মূলে কসবা থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।”

সম্পাদক ও প্রকাশক : খ. ম. হারুনুর রশিদ ঢালী, মোবাইল : 𝟎𝟏𝟕𝟏𝟏𝟑𝟓𝟑𝟐𝟏𝟓,
অফিস : ইকুপ্লাজা (তৃতীয় তলা) পুরাতন বাজার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত